kalerkantho


মার্কিন উৎসব বর্জন ম্যালোরির

৩ মার্চ, ২০১৭ ০০:০০
মার্কিন উৎসব বর্জন ম্যালোরির

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দেশে সাতটি মুসলিম দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে নির্দেশ জারি করার পর বিশ্বজুড়ে সমালোচনা ও প্রতিবাদের বান বইছে। এ প্রতিবাদে শামিল আছেন লেখক, শিল্পী, সাংবাদিকসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও। ব্রিটিশ লেখক ও সাবেক চিলড্রেন লরিয়েট ম্যালোরি ব্ল্যাকম্যান এবং ঔপন্যাসিক ম্যাট হেইগ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় সাহিত্য উৎসব কিংবা অনুষ্ঠানগুলো তিনি বর্জন করছেন। যুক্তরাষ্ট্র যাচ্ছেন না তাঁরা। জনপ্রিয় ‘নটস অ্যান্ড ক্রোসেস’ সিরিজের স্রষ্টা ম্যালোরি এক টুইটার বার্তায় বলেন, ‘যাঁরা আমাকে যুক্তরাষ্ট্রে বিভিন্ন সাহিত্য উৎসব/অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, তাঁদের ধন্যবাদ। কিন্তু আমি শিগগিরই যুক্তরাষ্ট্রে যাচ্ছি না।’ ‘দ্য হিউম্যানস’ ও ‘রিজনস টু স্টেই অ্যালাইভ’ গ্রন্থখ্যাত হেইগ জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি যুক্তরাষ্ট্র সফরের একটি কর্মসূচি বাতিল করেছেন। লেখকদের এমন সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন সোসাইটি অব অথরসের চেয়ারপারসন ফিলিপ পুলম্যান। তিনি বলেছেন, ‘ম্যালোরির সিদ্ধান্তে আমার পূর্ণ সহানুভূতি আছে। আমিও যদি তেমন প্রস্তাব পাই, তবে একই রকম সিদ্ধান্ত নেব।’মন্তব্য