kalerkantho


কাফন নগরী

ইকবাল হাসান

৩ মার্চ, ২০১৭ ০০:০০আমাদের সামনের রাস্তা দিয়ে এইমাত্র চলে গেল

সাতখানা কাফনের কাপড়। স্ট্রেট শীতলক্ষ্যার দিকে।

জল তাদের ঠেলে দিল কিনারায়।

তারও আগে আর একখানা কাফনের কাপড়, বয়সে

কিশোর, ... তরুণ হতে না হতেই আমাদের এই ভয়ংকর

কাফন নগরীর এ-গলি ও-গলি ঘুরে অবশেষে

শীতলক্ষ্যার ব্রিজের ওপর থমকে দাঁড়াল।

এর আগে ও পরে আরো কিছু কাফনের কাপড় সহসা

এখানে ওখানে উঁকি দিয়ে নিমেষে উধাও।

মাঠে-ঘাটে, গঞ্জে-হাটে, রাত-বিরেতে কিংবা দিনের আলোয়

এমন জাদুর খেলা দেখে দেখে এখন অভ্যস্ত নগরীর চোখ।

 

এই যে দূরের ভাই, আমরা আপনাকেও চাই

আমাদের এই কাফন নগরীর জাদুদৃশ্যে আপনাকে স্বাগত জানাই।মন্তব্য