kalerkantho


স্মরণ

আখতারুজ্জামান ইলিয়াস

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০আখতারুজ্জামান ইলিয়াস

আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯৪৩ সালে গাইবান্ধা জেলার গোটিয়া গ্রামে। তাঁর পৈতৃক নিবাস বগুড়া শহরে। বগুড়া জিলা স্কুল থেকে ম্যাট্রিক (১৯৫৮), ঢাকা কলেজ থেকে আইএ (১৯৬০) ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ অনার্স (১৯৬৩) ও এমএ (১৯৬৪) ডিগ্রি লাভ করেন। এর পরপরই তিনি ঢাকার জগন্নাথ কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।  তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো : ছোটগল্প—‘অন্যঘরে অন্যস্বর’ (১৯৭৬), ‘খোঁয়ারি’ (১৯৮২), ‘দুধভাতে উতপাত’ (১৯৮৫); উপন্যাস—‘চিলেকোঠার সেপাই’ (১৯৮৭), ‘খোয়াবনামা’ (১৯৯৬); প্রবন্ধ—‘সংস্কৃতির ভাঙা সেতু’ ইত্যাদি। তিনি ‘বাংলা একাডেমি পুরস্কার’ (১৯৮২), খোয়াবনামা উপন্যাসের জন্য ‘সাদত আলী আখন্দ পুরস্কার’ (১৯৯৫) ও কলকাতার ‘আনন্দ পুরস্কার’ (১৯৯৬) লাভ করেন। তাঁর রচনা কয়েকটি ভারতীয় ভাষাসহ অন্যান্য ভাষায় অনূদিত হয়েছে।  তিনি ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় মারা যান।মন্তব্য