kalerkantho


অলস বিড়াল

আজাদুর রহমান

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০দীর্ঘ দাড়ির মতো হতাশ হবার জন্য এসেছি

—এই পৃথিবীতে

কমা নেই, সেমিকোলন নেই,

নেই কোনো বিরতি।

অতিদীর্ঘ এ দীর্ঘশ্বাস

যত দূর যায়, ছারখার বাড়িঘর।

অপেক্ষার পা থেকে ছিঁড়ে গেছে পথ

ঘাট নেই, সিঁড়ি নেই

মানুষের অসুখের পাশে

শুয়ে আছে অলস বিড়াল।মন্তব্য