kalerkantho


ঘরের মানুষ

আফরোজা মামুদ

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০নিঃশব্ধ পদাচরণে সে খুঁজে ফেরে মনের দুয়ার

            যা ছিল উন্মুখ।

কড়িকাঠে দাঁড়িয়ে ভেতরে দেখার নিরন্তর অভিপ্রায়

            হায়! অনুভব বিমুখ!

অন্ধ, বধির অনুভূতিগুলো আঘাত করে কপাটে কপাটে?

 

উন্মুক্ত ঘরে প্রবেশ-প্রস্থান কঠিন তো কিছু নয়!

ঘরের মানুষ কী তবে মনের মানুষ নয়?

ঘরের মানুষ কী আদৌ মনের মানুষ হয়?মন্তব্য