kalerkantho


বব ডিলানের গান

অনুবাদ : দুলাল আল মনসুর

২১ অক্টোবর, ২০১৬ ০০:০০বব ডিলানের গান

বাতাসে উড়ছে

 

 

কত পথ হাঁটলে তবে

মানুষকে মানুষ বলবে তুমি?

কত সাগর উড়াল দিলে শ্বেত পায়রা

পারবে ঘুমাতে বালির ’পরে? 

 

হ্যাঁ, চিরতরে নিষিদ্ধ হওয়ার আগে

কামানের গোলাগুলো আর কতবার উড়বে?

বন্ধু আমার, উত্তরটা উড়ছে বাতাসে

উত্তরটা উড়ছে বাতাসে

 

হ্যাঁ, সমুদ্রে বিধৌত-বিলীন হওয়া পর্যন্ত

পর্বত কতবার টিকে থাকতে পারে?

হ্যাঁ, মুক্ত হওয়ার অধিকার লাভের আগে

মানুষ কত বছর টিকে থাকতে পারে?

 

হ্যাঁ, কিছুই দেখছে না বোঝাতে

মানুষ কতবার মুখ ঘুরিয়ে রাখতে পারে?

বন্ধু আমার, উত্তরটা উড়ছে বাতাসে

উত্তরটা উড়ছে বাতাসে

 

হ্যাঁ, আকাশ দেখতে পাওয়া পর্যন্ত আর কতবার

মানুষকে ওপরের দিকে তাকিয়ে থাকতে হবে?

হ্যাঁ, মানুষের কান্না শুনতে পাওয়া পর্যন্ত

একজন মানুষের কতগুলো কান থাকা চাই?

 

হ্যাঁ, কত কত মানুষ মরে গেছে জানা পর্যন্ত

আর কত মৃত্যু পেরিয়ে যেতে হবে?

বন্ধু আমার, উত্তরটা উড়ছে বাতাসে

উত্তরটা উড়ছে বাতাসে

 

করিনা, করিনা

করিনা, করিনা,

বালিকা, এত দিন কোথায় ছিলে?

করিনা, করিনা

বালিকা, এত দিন কোথায় ছিলে?

 

তোমাকে নিয়ে বড় চিন্তায় ছিলাম, সোনা

ঘরে ফিরে এসো, সোনা

 

আমি একটা পাখি পেয়েছি, শিস দেয়

আমি একটা পাখি এনেছি, গান গায়

আমি একটা পাখি পেয়েছি, শিস দেয়

আমি একটা পাখি এনেছি, গান গায়

 

কিন্তু আমি করিনাকে পাইনি

জীবনের আর কোনো অর্থ নেই

 

করিনা, করিনা,

বালিকা, তুমি আছ মনজুড়ে

করিনা, করিনা

বালিকা, তুমি আছ সারা মনজুড়ে

 

বসে বসে ভাবছিলাম তোমাকেই

থামাতে পারি না কান্না কিছুতেই


মন্তব্য