kalerkantho


সমুদ্র পাখিরা

শাহনেওয়াজ বিপ্লব

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সমুদ্র পাখিরা এইমাত্র উড়ে গেল।

সন্ধ্যার আকাশে কালো কালো ছায়া হয়ে

তোমার-আমার, হয়তো পৃথিবীর সব মানুষের

সবুজ-সোনালি আশা নিয়ে গেল তাদের পাখায়।

 

সমুদ্র-পাখিরা দিগন্তের পারে চলে গেল,

আমরা রয়েছি বসে ওদের রেখে যাওয়া

প্রচ্ছন্ন কৌতুক বুকে নিয়ে, সাগরের

                        ঢেউয়ে ঢেউয়ে

আবেগ-কম্পিত কান্না আরো তীব্র হলো।

 

ওই যে ঢেউ—এরা কাঁদে গড়িয়ে গড়িয়ে

                         অব্যক্ত ব্যথায়;

বোঝে না তা সমুদ্র-পাখিরা.

বোঝে শুধু দীর্ঘশ্বাস-ঝরানো পৃথিবী।


মন্তব্য