kalerkantho


বিশ্ব সাহিত্য

পুলিৎজারজয়ী আলবি আর নেই

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০পুলিৎজারজয়ী আলবি আর নেই

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত নাট্যকার এডওয়ার্ড আলবি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। অনেক দিন ধরেই তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। আর্থার মিলার ও অগাস্ট উইলসনের মৃত্যুর পর নাট্যকার জগতে দিকপাল বলতে ছিলেন শুধু আলবি। তিনবারের পুলিত্জার পুরস্কারজয়ী আলবি কোনো দিনই গতানুগতিক পথে হাঁটেননি। সমাজকে দেখার চোখটাই ছিল তাঁর আলাদা। ১৯৫৮ সালে একাঙ্ক নাটক ‘দ্য জু স্টোরির’ মাধ্যমে প্রথম প্রচারের আলোয় আসেন আলবি। এরপর ১৯৬২ সালে তার ‘হু ইজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উলফ্’ নাট্যজগতে ঝড় তোলে। অনেকের মতে এটিই তাঁর শ্রেষ্ঠ কাজ। এর মাধ্যমে নাট্যকার হিসেবে নিজেকে অন্য স্তরে নিয়ে যান তিনি। ১৯৬৬ সালে নাটকটি অবলম্বনে হলিউডে চলচ্চিত্রও নির্মাণ করা হয়।

এলিজাবেথ টেলর ও রিচার্ড বার্টন অভিনীত ‘হু ইজ অ্যাফ্রেড অব ভার্জিনিয়া উলফ্’ ৫টি ক্যাটাগরিতে অস্কার জিতেছিল। ১৯২৮ সালে ভার্জিনিয়ায় জন্ম আলবির। তিনি প্রথম পুলিত্জার পুরস্কার পান ১৯৬৭ সালে ‘অ্যা ডেলিকেট ব্যালেন্স’-এর দৌলতে। দ্বিতীয় ও তৃতীয়বার পান যথাক্রমে ১৯৭৫ সালে ‘সিস্কেপ’ ও ১৯৯৪ সালে ‘থ্রি টল উইমেন’ নাটকের জন্য। তার অন্যান্য নাটকের মধ্যে ‘দ্য গোট, অর হু ইজ সিলভিয়া’, ‘দ্য ব্যালাড অব দ্য স্যাড ক্যাফে’, ‘টিনি অ্যালিস’, ‘দ্য প্লে অ্যাবাউট দ্য বেবি’ উল্লেখযোগ্য।


মন্তব্য