kalerkantho

জন্ম

আকাশলীনা

১ এপ্রিল, ২০১৬ ০০:০০জন্ম

আয়োজনে ছিল বেহিসেবি জ্যোত্স্না, মুঠোভরা হাতে

দগ্ধ দুপুরের কিছু সিক্ত লিপি।

অস্বীকার অপ্রিয় হলেও সমর্পণের

গুঁড়ো ছড়িয়ে দিয়েছে হূিপণ্ডের সমুদ্র গর্জন।

তোমার প্রতিদিনের চাওয়ালার কাছে পৌঁছে যাবে

হারানো প্রেমিকার চিঠিতে লেখা চুম্বন দাগ!

নিজেকে অনুবাদ করতে করতে ‘স্নিগ্ধ ইউনুস

সরফরাজ’ শব্দটি গায়ে

মন ভালো রাখার কল্পনা মাখিয়ে দেব।

বোকা যুবক, ফিরে গেলেও তোমার কক্ষনো

মন খারাপ হবে না

সময়ের রূপান্তর তোমার মুখে এসে বসবে দীর্ঘ

আলোকবর্ষ হয়ে

স্নিগ্ধ ইউনুস সরফরাজ তুমি টেরও

পাবে না তোমার আসমান মিসরের

নীলনদে ভাসিয়ে দিয়েছে তার

খুলে রাখা আত্মা।

তুমি রিপোর্টিং করতে করতে সংবাদ

পত্রে মাথা রেখে ঘুমিয়ে পড়েছ

লেখাটি অসমাপ্ত সাজিয়ে।

 

উঠে পড়ো ফাল্গুন, জাগো ধানক্ষেত,

এক নিঃশ্বাসে বলো বৃক্ষ তুমি আমার মাতৃছায়া,

বাঁশিসুর তুমি আমার শুশ্রূষা মাটি

তুমি আমার অভিকর্ষ, কান্না তুমি আমার

 

মাঝি জীবন। বর্ষা এসেছে বাংলায়

নদীতে এখন বান, ভালোবাসা হবে,

 

তোমার ঘরে আসবে লক্ষ্মীমণি।

লুটোপুটি করবে তেপান্তরের রোদরে ছায়ারা

 

আমি তোমার উঠোনে একটা হাসনুহানা

হয়ে জন্ম নিচ্ছি, শুধু তোমার উঠোনে।


মন্তব্য