kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


ভিক্ষা মাঙি ভিক্ষা

হাসান হাফিজ

১ এপ্রিল, ২০১৬ ০০:০০ভিক্ষা মাঙি ভিক্ষা

 

 

 

ভালোবাসার কাছেই আমি

             হাত পেতেছি

                           ভিক্ষা চাই

মনুষ্যত্ব আর প্রগতি

   স্বস্তি আলো

   সহিষ্ণুতার ছন্দকিরণ

      শান্তি এবং সুস্থিরতা

              পাওয়ার জন্যে

                 সমর্পণের দীক্ষা মেলে

তোমার কাছেই ভালোবাসা

তুমিই আমার অকূলে কূল

            দীনভিখারির স্বপ্ন আশা

    ভিক্ষা দাও গো ভিক্ষা দাও

ভালোবেসে নিঃস্ব হওয়ার

আকণ্ঠ ঋণ শোধ করবার

              আচ্ছামতন শিক্ষাও দাও...


মন্তব্য