kalerkantho


ফটোফিচার

রংতুলি ছাড়াই

৮ এপ্রিল, ২০১৮ ০০:০০রংতুলি ছাড়াই

গাছের পাতার প্রাকৃতিক রঙেই ফুটে উঠেছে এই শিল্পকর্ম

ইংল্যান্ডের ইয়র্কশায়ারের জেমস ব্র্যান্ট প্রকৃতি ভালোবাসেন। তবে আর দশজনের মতো নয়। পার্থক্য হলো, তিনি বাড়ির চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রকৃতির নানা উপাদান মনের মতো সাজিয়ে তৈরি করেন শিল্পকর্ম। প্রকৃতিই যেন তাঁর ক্যানভাস। তাঁর এসব শিল্পকর্ম দেখে চোখ তো জুড়াবেই, মনটাও ভরে যাবে প্রশান্তিতে। জেমস তাঁর এই শিল্পকর্মগুলোর ছবি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। ভক্তদেরও সুযোগ আছে তাঁর সঙ্গে এসব শিল্পকর্ম তৈরির কাজে অংশ নেওয়ার।

সংগ্রহ : তুষার ইশতিয়াকমন্তব্য