** কৈশোরটা একেবারে আলাদা। না থাকে বড়দের গাম্ভীর্য, না থাকে শৈশবের চাঞ্চল্য। আসে শারীরিক ও মানসিক নানা পরিবর্তন। তবে ভোজবাজির মতো সমস্যার সমাধান দিতে পারে দুটি শব্দ—শেয়ার করো!
** মানতেই হবে মা-বাবাদের মন খারাপ, হতাশা, অস্থিরতার কথা বলাটা সহজ নয়। তবে একটা ব্যাপার নিশ্চিত থাকো, তুমি তোমার মা-বাবাকে যতটা যত্নশীল ভাবো, তাঁরা তোমার ভাবনার চেয়েও বিশাল।
** সমস্যাটা হড়বড় করে বলতে যেয়ো না। ধীরেসুস্থে বলো। ট্রায়াল দেওয়ার দরকার নেই। তাঁরাই বাকিটা বুঝে ফেলবেন। কিভাবে? কারণ তাঁরাও যে একসময় তোমার মতো টিনএজার ছিলেন।
** সমস্যার কথা বলা অন্যায় নয়। ভয় কিসের! গণিত খটমটে মনে হয়? সূত্র মনে থাকে না? মা-বাবাকে সোজাসাপটা বলে দাও, ‘আমি এটা নিয়ে সিরিয়াস সমস্যায় ভুগছি।’ মনে রাখবে, তারাই সফল, যারা দ্রুত অন্যের সহায়তায় সমস্যা কাটিয়ে উঠতে পারে।
** হুম্ম্.. মেজাজমর্জি বুঝে চলাও দরকার। মা-বাবার ব্যস্ত মুহূর্তে বা যখন তাঁরা কোনো কিছু নিয়ে মানসিক চাপে থাকেন, ওই সময়টা সম্ভব হলে এড়িয়ে চলো। জিজ্ঞেস করতে পারো, ‘একটা জরুরি বিষয়ে আলাপ করতে চাই। ফ্রি হবে কখন।’
** পড়া বুঝতে সমস্যা? ঘন ঘন হতাশা চেপে ধরে? এসব মা-বাবাকে বললে একটা সমাধান আসবেই। তাঁরা নিজেরা কখনো হয়তো মনোবিদের চেম্বারে যাননি, তবে তোমাকে ঠিকই নিয়ে যাবেন।
** যত তাড়াতাড়ি সমস্যার কথা বলতে পারবে, তত দ্রুত সমাধান পাবে। তাই সমস্যা চেপে রাখার প্রশ্নই আসে না।
টিনসওয়েবএমডি ওয়েবসাইট থেকে লিখেছেন তাহমিদ-উল-ইসলাম
ছবি : কাকলী প্রধান
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...