kalerkantho

রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৯ ১৭:০৮ | পড়া যাবে ১ মিনিটেরিজভীর নেতৃত্বে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

রাজধানীতে রিজভীর নেতৃত্বে ফের বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় কারাবন্দি অসুস্থ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানানো হয়।

আজ বুধবার দুপুরে রাজধানীতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরের (উত্তর) উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিরপুর-১০ নম্বর গোল চত্তর থেকে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অতিক্রম হয়ে মিরপুর ১৩ নাম্বার বিআরটিএ এর সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। নেতাকর্মীরা কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন শ্লোগান দেন।

মন্তব্য