kalerkantho


ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক   

১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:০৭ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. কারিন কেনাইসেল আগামী বৃহস্পতিবার একুশের প্রথম প্রহরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ঢাকায় অস্ট্রিয়ার অনারারী কনস্যুলেট জানায়, অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল বুধবার ঢাকায় সরকারি সফর করবেন। সেদিন বেলা সাড়ে ১২টায় তিনি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাাৎ এবং একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার কথা অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর।

জানা গেছে, ড. কারিন কেনাইসেল আজ মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন। আগামীকাল বুধবার বিকালে সোনারগাঁও হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তিনি একটি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন। এছাড়া রাতে শহীদ মিনারে যাওয়ার আগে ঢাকায় অস্ট্রিয়ার অনারারী কনসালের আয়োজনে অস্ট্রিয়া-বাংলাদেশ নেটওয়ার্কিং ডিনারেও তিনি অংশ নেবেন।মন্তব্য