kalerkantho


মেডিকেল প্রশ্নফাঁস চক্রের পাঁচ সদস্য আটক

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৮ ১১:১০মেডিকেল প্রশ্নফাঁস চক্রের পাঁচ সদস্য আটক

ফাইল ফটো

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্ন দেওয়ার নাম করে মানুষকে প্রতারণা করার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার শারমিন জাহান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের একটি টিম রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের পাঁচজনকে আটক করা হয়েছে।

আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগ এলাকায় অবস্থিত সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।মন্তব্য