kalerkantho


বাড্ডায় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৫৬বাড্ডায় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আজ বুধবার সকালে তাদের আটক করা হয়।  

আটক মাদক বিক্রেতারা হলেন- সাদিয়া ইসলাম মায়া (৩০) ও মুহাম্মদ কাইয়ুম খান (৪২)।

এ বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে র‌্যাব-৩ এর সদস্যরা। তারা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।মন্তব্য