kalerkantho


বোনের বাসায় বেড়াতে গিয়ে কিশোরী খুন

কালের কণ্ঠ অনলাইন   

৯ সেপ্টেম্বর, ২০১৮ ০৯:৫০বোনের বাসায় বেড়াতে গিয়ে কিশোরী খুন

বোনের বাসায় বেড়াতে গিয়ে সিমা আক্তার নামে এক কিশোরী খুন হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকায়। এদিকে এ ঘটনায় অভিযুক্ত সিমার মামাতো ভাই সোহেল মিয়া পলাতক রয়েছেন।

আজ শনিবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে পুলিশের ধারণা, তাকে(সিমা আক্তার) ধর্ষণের পর খুন করা হয়েছে।  

নিহত সিমা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার রসুল্লাহবাদ এলাকার ফরিদ মিয়ার মেয়ে ছিল।

এ ব্যাপারে টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী গণমাধ্যমকে জানান, গত ৩০ আগস্ট টঙ্গীর শিলমুন এলাকায় বড় বোন তাসমিন আক্তারের ভাড়া বাসায় বেড়াতে যায় সিমা। ক’দিন বেড়ানোর পর গত শুক্রবার বিকেলে বাড়িটির ছাদে ওঠে সিমা। সেখান থেকে তার মামাতো ভাই সোহেল মিয়া সিমাকে ডেকে নিয়ে যায়। এরপর সিমা বাসায় ফেরেনি। ওইদিন রাতে তাসমিন খবর পান, সিমাকে টঙ্গীর একটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পরে ওই হাসপাতালে গিয়ে ছোট বোনের মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

এসআই রমজান বলেন, ধারণা করা হচ্ছে সিমাকে ধর্ষণের পর খুন করে পালিয়ে গেছে সোহেল মিয়া। 
 মন্তব্য