kalerkantho


মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় পাঠাও চালক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২০ আগস্ট, ২০১৮ ১২:১৮মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় পাঠাও চালক নিহত

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙা মসজিদ সড়কে ট্রাকের ধাক্কায় এক পাঠাও চালক নিহত হয়েছেন। নিহতের নাম সোহেল পারভেজ (৩২)। তিনি চুয়াডাঙ্গা সদরের রেলপাড়া এলাকার ওয়াহিদুল ইসলামের ছেলে। তিনি ঢাকার রায়ের বাজারে একটি বাসায় ভাড়া থাকতেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ভাঙা মসজিদ সড়ক দিয়ে যাচ্ছিলেন সোহেল। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন তার মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

 মন্তব্য