kalerkantho


ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ আগস্ট, ২০১৮ ১২:০৪ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যারয়ের(ঢাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ৪র্থ বর্ষের মুশফিক বাবু নামের ওই শিক্ষার্থী বুধবার রাতে নিজ বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে।

আত্মহত্যার আগে সরকার ও দেশের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে মুশফিক ফেসবুকে পোস্ট দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মুশফিকের এক ঘনিষ্ট বন্ধু ও সহপাঠী জানান, সে অনেক হাসিখুশি ছেলে ছিল। তার কোনও আর্থিক সমস্যা ছিল না। আমরা যতটুকু জানতে পেরেছি, সে গতরাতে তার বাবার সাথে কথা বলে রুম থেকে বের হয়েছিল।

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল। সেটা আমরা আড্ডার মাধ্যমে জানতে পেরেছি৷ তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সেটা সম্পর্কে আমি নিশ্চিত নই।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, আমরা তার বিভাগের মারফতে জেনেছি যে সে আত্মহত্যা করেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা তার আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি।মন্তব্য