kalerkantho


সাভারে প্রবাসীকে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

১৫ আগস্ট, ২০১৮ ২৩:৪৯সাভারে প্রবাসীকে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৬

সাভারে এক প্রবাসীকে অপহরণের ঘটনায় এক নারীসহ ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী পৌর এলাকার লালটেক মহল্লায় অভিযান চালিয়ে অপহৃত জাহিদ হোসেনকে (৩০) অসুস্থ অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৩ আগস্ট বিকেলে সাভার সিটি সেন্টারের সামনে থেকে কৌশলে চেতনা নাশক ওষুধ দিয়ে প্রবাসী জাহিদকে অচেতন করে নিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় অপহৃতের পরিবার গতকাল সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ ঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আজ বুধবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই ছয় জনকে গ্রেপ্তার করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ।

সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অপহরণের সাথে আরো কেউ জড়িত আছে কিনা এবং কেন এ অপহরণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মন্তব্য