kalerkantho


রাজধানীতে গৃহবধূর লাশ, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক   

১২ আগস্ট, ২০১৮ ০৪:৪৬রাজধানীতে গৃহবধূর লাশ, স্বামী পলাতক

প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানের একটি বাসা থেকে অন্তরা (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তেঁতুলতলা এলাকার বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই স্বামী রঞ্জু পলাতক রয়েছে।

দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, ‘ধারণা করা হচ্ছে অন্তরার স্বামী তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে। রঞ্জুকে আটকের জন্য চেষ্টা চলছে।’ তিনি আরো জানান, অন্তরার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়েছে।মন্তব্য