kalerkantho


গোড়ানে ১৭০০ টেলিফোন নম্বর বদলে যাচ্ছে ৮ ডিজিটে

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুলাই, ২০১৮ ১৯:৫০গোড়ানে ১৭০০ টেলিফোন নম্বর বদলে যাচ্ছে ৮ ডিজিটে

ঢাকার গোড়ান এলাকার সাত ডিজিটের প্রায় এক হাজার ৭০০ টেলিফোনের নম্বর বদলে যাচ্ছে আট ডিজিটে। এসব নম্বরের প্রথম তিন ডিজিটে ৭৮১ এর পরিবর্তে বসবে ৪৭২৯। শেষ চার ডিজিট থাকবে আগের মতই।

আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে পর্যায়ক্রমে এসব নম্বর বদলে দেওয়া হবে বলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি-বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।মন্তব্য