kalerkantho


কেরানীগঞ্জে কারাগারের নির্মাণাধীন গেট ভেঙে আহত ৪

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুলাই, ২০১৮ ১৩:৪৪কেরানীগঞ্জে কারাগারের নির্মাণাধীন গেট ভেঙে আহত ৪

ছবি অনলাইন

কেরানীগঞ্জে নবনির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্মাণাধীন প্রধান গেট ভেঙে চারজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে একজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সকালে কাজ করার সময় কারাগারের নির্মাণাধীন প্রধান গেট ভেঙে চারজন আহত হয়েছেন। তবে একজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। আহত ওই শ্রমিককে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, প্রধান সড়ক থেকে কারাগারে যেতে একটি গেট নির্মাণ করা হচ্ছে। সেখানেই দুর্ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক আহত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, দুর্ঘটনায় কয়েকজন সামান্য আঘাত পেয়ে থাকতে পারেন। তারা হয়তো স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আহত আমির নামে এক শ্রমিক জানান, সকালে গেটের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ করে গেটটি ভেঙে যায়। এতে তিনিসহ বেশ কয়েকজন আহত হন।মন্তব্য