kalerkantho


আইবিএফবি'র নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট সাউদিয়া খান

কালের কণ্ঠ অনলাইন   

১২ জুলাই, ২০১৮ ১৪:০৯আইবিএফবি'র নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট সাউদিয়া খান

একজন সফল সফল নারী উদ্যোক্তা লুৎফুন্নেসা সাউদিয়া খান

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাফোনের পরিচালক এবং সফল নারী উদ্যোক্তা লুৎফুন্নেসা সাউদিয়া খান। 

গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত হয় বার্ষিক সাধারণ সভা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সভার শেষ অধিবেশনে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ঘোষিত হয় নতুন কমিটি। 

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট সাউদিয়া খান দেশের স্বনামধন্য তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান বাংলাফোন লিমিটেডের পরিচালক হিসেবে কর্মরত আছেন। নারী উদ্যোক্তা হিসেবে তিনি ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন।মন্তব্য