kalerkantho


বাদ পড়া সব প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দাবি

নিজস্ব প্রতিবেদক   

১১ জুলাই, ২০১৮ ০২:৫১বাদ পড়া সব প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দাবি

বাদ পড়া সব প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষকরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

সংগঠনের মহাসচিব আ স ম জাফর ইকবাল বলেন, ২০১৩ সালে বর্তমান প্রধানমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। ফলে এর আগে যেসব প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে সেগুলো জাতীয়করণের আওতাভুক্ত হওয়া বাঞ্ছনীয়। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রায় ২৬ হাজার বিদ্যালয় জাতীয়করণ হলেও চার হাজার ১৩৯টি বিদ্যালয় বাদ পড়েছে। এই বিদ্যালয়গুলো দ্রুত জাতীয়করণ না হলে তাঁরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন।
সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘আমরা চাই প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন হোক। জাতীয়করণ না হলে আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় নেই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের নেতা মো. আব্দুর রব রতন, সাইদুল ইসলাম, শাহাজাহান আলী সুজন, মেহেদী হাসান, কামাল উদ্দিন প্রমুখ।মন্তব্য