kalerkantho


রাজধানীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৯ জুলাই, ২০১৮ ১০:৫৭রাজধানীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক দুই ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনা দুটো ঘটে রাজধানীর খিলগাঁও ও খিলক্ষেত এলাকায়।

গতকাল রবিবার দিবাগত রাত ও আজ সোমবার সকালে দুর্ঘটনাগুলো ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি ইয়াসিন ফারুক মজুমদার সাংবাদিকদের জানান, সোমবার সকালে খিলক্ষেত খাপাড়া এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ছাড়া গতকাল রাতে খিলগাঁও পুলিশ ফাঁড়ির বিপরীতে রেললাইনে ঢাকাগামী একটি ট্রেন থেকে নামতে গিয়ে এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। তাদের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।মন্তব্য