kalerkantho


ঢাবির কেন্দ্রীয় মসজিদে ঈদের দুই জামাত

কালের কণ্ঠ অনলাইন   

১৩ জুন, ২০১৮ ১৩:৪৩ঢাবির কেন্দ্রীয় মসজিদে ঈদের দুই জামাত

প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতীব  ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ নাজির মাহমূদ। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে সকাল ৮ টায় এবং শহীদুল্লাহ হল মেইন গইট সংলগ্ন মাঠে সকাল ৮ টায় ঈদুল ফিতর-এর জামাত দুটি অনুষ্ঠিত হবে।

 মন্তব্য