kalerkantho


বিবাহ বার্ষিকীর আনন্দ রইল না

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৮ ২০:৫৪বিবাহ বার্ষিকীর আনন্দ রইল না

তাহিরা শশী ও রেজওয়ানুল হক শাওন। নেপাল যাচ্ছিলেন বেড়াতে। সম্ভবত প্রথম বিবাহ বার্ষিকী উদযাপনের জন্যই এই ভ্রমণ ছিল। কিন্তু সে ভ্রমণে গিয়ে আর ফিরতে পারছেন? তারা হয়ে গেলেন বাংলাদেশি বিমানের ইতিহাসের ভয়ংকরতম দুর্ঘটনার অংশ।

ইমরানা কবির হাসি। প্রিয় মানুষটির সাথে হাসিখুশি ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে। এইতো আজকের সকালের ঘটনা। দুপুর হতেই তাদের জীবনে বিপর্যয় নেমে আসবে কখনোই কি টের পেয়েছিল তারা? না। ছবিগুলো এখন কান্নার অংশ হয়ে গেছে।  

ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ভেসে বেড়াচ্ছে, আর কষ্টে বুক ভাঙছে নেটিজেনদের। হাসি বলেছিলেন, ভ্যাকেশন স্টার্টস নাউ... সেই ভ্যাকেশন কি আর কখনো শেষ হবে?

আজ দুপুর ১২টা ৫১মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭জন যাত্রী ও চারজন ক্রুসহ মোট ৭১ জনকে নিয়ে ইউএস-বাংলার বিমানটি ছেড়ে যায়।  সেখানে দুপুর ৩ টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।মন্তব্য