kalerkantho


বিমানে ওঠার আগে সোনামনি লিখেছিল 'তৃতীয় হানিমুন'

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৮ ১৯:৪৫বিমানে ওঠার আগে সোনামনি লিখেছিল 'তৃতীয় হানিমুন'

মেয়েটির ফেসবুক আইডি নেইম সোনামনি। যাচ্ছিলেন নেপাল। লিখেছিলেন এটা তাদের তৃতীয় হানিমুন। কিন্তু এই হানিমুনে তাঁদের ভাগ্যে কী ঘটেছে জানা যায়নি। ফেসবুক পোস্ট থেকে জানা যায় তিনি যাচ্ছিলেন প্রিয় মানুষ মেহেদী হাসান অমিওর সাথে।

মেহেদী হাসানের খোঁজ পাওয়া গেছে। তিনি আহতদের তালিকায় নেপালের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু জীবিতদের তালিকায় সোনামনির নাম নেই। যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ছবি তুলেছিলেন। কিন্তু সেসব ছবি এখন শুধু দুঃখই দিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেসব ছবি।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগে কর্মরত দুই সিনিয়র কর্মকর্তা উম্মে সালমা ও নাজিয়া আফরিন ইউএস বাংলার ফ্লাইটে আজ নেপাল যাবার সময় বিমান বন্দর থেকে বেলা ১২ টার দিকে ছবি তুলে সালমার ফেসবুকে পোস্ট করেন। সেই ছবিও এখন কষ্টের আরেক নাম।

এরকম বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। যেগুলোর জন্য শুধু হাহাকার তৈরি হচ্ছে। আজ দুপুর ১২টা ৫১মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭জন যাত্রী ও চারজন ক্রুসহ মোট ৭১ জনকে নিয়ে ইউএস-বাংলার বিমানটি ছেড়ে যায়।  সেখানে দুপুর ৩ টা ২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।  

 মন্তব্য