kalerkantho


কল্যাণপুরে দগ্ধ শিশুটি মারা গেছে

নিজস্ব প্রতিবেদক   

৯ মার্চ, ২০১৮ ০৩:২৪কল্যাণপুরে দগ্ধ শিশুটি মারা গেছে

রাজধানীর কল্যাণপুরে গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ ১১ মাসের শিশু আফরিদা আকতার ফাতেমা মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু হয় তার। এ ঘটনায় দগ্ধ ফাতেমার খালা আরজু বেগমের (২৮) অবস্থা এখনো আশঙ্কাজনক।

দুর্ঘটনাটি ঘটে গত বুধবার রাত ৯টার দিকে; কল্যাণপুরের ২ নম্বর সড়কের ৫/১ নম্বর বাসার চারতলায়। ফাতেমার বাবা আব্দুল মালেক জানান, রাতে আরজু রান্নাঘরে কাজ করছিল। ফাতেমা পাশেই খেলছিল। হঠাৎ একটি বিকট শব্দের পর আগুন ধরে যায়। মুহূর্তেই আমি, ফাতেমা, আরজু বেগমসহ পাঁচজন দগ্ধ হই।'

আব্দুল মালেক জানান, কোনোভাবে হয়তো গ্যাসসংযোগ লিক হয়ে গিয়েছিল। পরে চুলা ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, ফাতেমার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল।মন্তব্য