kalerkantho


মহাখালীতে ঠিকাদারকে গুলি করে হত্যা

কালের কণ্ঠ অনলাইন   

২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:৪৬মহাখালীতে ঠিকাদারকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

ঢাকার মহাখালী দক্ষিণপাড়া বড় মসজিদের সামনে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই ঠিকাদারের নাম নাসির বলে জানা গেছে। নিহত নাসির পেশায় একজন ঠিকাদার।

আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বনানী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাসান বলেন, মহাখালীর দক্ষিণপাড়া বড় মসজিদে টাইলসের কাজ করাচ্ছিলেন। দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মন্তব্য