kalerkantho


রাজধানীর উত্তরায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০৯:৩৩রাজধানীর উত্তরায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

ঢাকার উত্তরার ১০ সেক্টর ১১ রোডের ২৭ নম্বর বাড়িতে এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত গৃহকর্মীর নাম হনুফা আক্তার। হনুফার বাড়ি লক্ষীপুর জেলায়।

গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ মেডিক্যালে তার মৃত্যু হয়।

জানা গেছে, হনুফা দীর্ঘদিন ওই বাসায় কাজ করতো। গতকাল সন্ধ্যায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে ওই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিক্যালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

উত্তরা পশ্চিম থানায় ওসি আলী হোসেন খান সাংবাদিকদের জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে শিশু হনুফার গলায় দাগের চিহ্ন রয়েছে। এটি আত্মহত্যা না অন্য কিছু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।মন্তব্য