kalerkantho


বংশালে ট্রান্সফর্মার বিস্ফোরণে ছয় শিক্ষার্থী দগ্ধ

কালের কণ্ঠ অনলাইন   

১০ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:২৪বংশালে ট্রান্সফর্মার বিস্ফোরণে ছয় শিক্ষার্থী দগ্ধ

প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার বংশালে মোহাম্মদীয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় ট্রান্সফর্মার বিস্ফোরণে অন্তত ছয়জন  ছাত্র দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, ছাত্ররা নাশতা করে তৃতীয় তলায় পড়াশোনার প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় ট্রান্সমিটার বিস্ফোরিত হলে সেই আগুনে ছয় ছাত্রের হাত ও মুখের আংশিক অংশ পুড়ে যায়।

বংশাল থানার অপারেটর মো. শাহেদ সাংবাদিকদের জানান, ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়ালিদ থানায় ফোন করে জানিয়েছেন, ট্রান্সফরমার বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছে। তবে কারোর অবস্থাই আশঙ্কাজনক নয়।মন্তব্য