kalerkantho


অনীকের ময়নাতদন্তে আত্মহত্যার লক্ষণ

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০১৮ ১৫:৫৭অনীকের ময়নাতদন্তে আত্মহত্যার লক্ষণ

ছবিঃ অনীক আজিজের ফেসবুক থেকে নেওয়া

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনীক আজিজ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। আজ রবিবার দুপুর ১টায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মরদেহের সুরতহাল করা হয়।

আরো পড়ুন: ন্যাম ভবনে এমপিপুত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক এ এম সেলিম রেজা সাংবাদিকদের বলেন, সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যার যে সন্দেহের কথা বলা হয়েছে, ময়নাতদন্তেও আমরা সে রকম লক্ষণ পেয়েছি। তাঁর শরীরে কোনো দাগ নেই।

শেরে বাংলা নগর থানার এসআই শফিকুর সাংবাদিকদের জানান, রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটের তার গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। এ ছাড়া শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের লোকজনও মৃত্যুর কারণ বলতে পারছেন না।

আরো পড়ুন: রাজধানীর গুলশানে গণশৌচাগার উদ্বোধন

পুলিশ বাসা থেকে অনীকের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে জানান সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ। এদিকে ঘটনা শোনার পর সাতক্ষীরায় এমপির বাড়িতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিড় করছেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছেন না।মন্তব্য