kalerkantho


রাজধানীর গুলশানে গণশৌচাগার উদ্বোধন

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০১৮ ১৫:০২রাজধানীর গুলশানে গণশৌচাগার উদ্বোধন

রাজধানীর গুলশান-২ নম্বর গোলচত্বরে আধুনিক একটি গণশৌচাগারের উদ্বোধন করা হয়েছে। সর্বসাধার‌ণের জন্য এটি উন্মুক্ত করেন ঢাকা উত্তর সি‌টি ক‌রপোরেশ‌নের (ডিএনসিসি) প্যা‌নেল মেয়র মো. ওসমান গ‌ণি।

আজ রবিবার রাজধানীর গুলশান-২ নম্বর গোলচত্বরে ফিতা কেটে বেলুন উড়িয়ে আধুনিক এই গণশৌচাগারের উদ্বোধন করেন তিনি।

এসব গণ‌শৌচাগারে পেশাদার পুরুষ ও নারী তত্ত্বাবধায়ক থাকছেন। এছাড়া এসব গণশৌচাগারে থাকছে লকার সু‌বিধা, গোস‌লের সু‌বিধা, নিরাপদ খাবার পা‌নি, স্যা‌নিটারি ন্যাপ‌কিন সরবরা‌হের ব্যবস্থা। থাকছে সি‌সিটি‌ভি ক্যা‌মেরার মাধ্যমে নজরদা‌রির ব্যবস্থাও।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসবাহুল ইসলাম, সচিব দুলাল কৃষ্ণ সাহা, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মো.খায়রুল ইসলাম প্রমুখ।মন্তব্য