kalerkantho


হেমায়েতপুরে নৈশকোচের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২০ জানুয়ারি, ২০১৮ ১২:০৮হেমায়েতপুরে নৈশকোচের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

রাজধানী ঢাকার উপকণ্ঠ সাভারে বাস চাপায় অজ্ঞাতপরিচয় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকাগামী দ্রুতি পরিবহন নামের একটি নৈশকোচ মহাসড়কে চলাচলরত ওই অটোরিকশা চালককে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ওই অটোরিকশা চালকের মৃত্যু হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই সৌমেন চক্রবর্তী সাংবাদিকদের জানান, নিহতের নামপরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মন্তব্য