kalerkantho


রাজধানীতে বাস চাপায় নারীর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২০ জানুয়ারি, ২০১৮ ১১:০২রাজধানীতে বাস চাপায় নারীর মৃত্যু

মালিবাগে বাস চাপায় এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওই নারীর নাম রুনা। রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আজ শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঘনিষ্ঠ এক আত্মীয়ের মরদেহ দেখতে রামপুরা থেকে মালিবাগ যাচ্ছিলেন তিনি। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রামপুর থানার ওসি প্রলয় কুমার সাহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালতক রয়েছে।মন্তব্য