kalerkantho


জাতীয় প্রেসক্লাবে পিঠা উৎসব

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৮ ১৩:৩৭জাতীয় প্রেসক্লাবে পিঠা উৎসব

জাতীয় প্রেসক্লাবে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পৌষ তোদের ডাক দিয়েছে স্লোগানে পিঠা উৎসবকে কেন্দ্র করে প্রেসক্লাব চত্বর ছিল ক্লাব সদস্য ও সদস্যদের পরিবারের পদচারণায় মুখরিত। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাবের ভেতরে বাগান চত্বরে এ উৎসব চলে। এ সময় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ কমিটির সদস্যরা আগতদের স্বাগত ও শুভেচ্ছা জানান।


আরো পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব


উৎসবে আবহমান গ্রাম-বাংলার নানা ঐতিহ্যবাহী পিঠা স্থান পায়। ভাঁপা পিঠা, চিতই পিঠা, পাটি সাপটা, মালপোয়া পিঠা, লবঙ্গ লতিকা, ক্ষীর কুলি পিঠা, চাঁদ পাকন পিঠা, বিবিখানা পিঠা, নকশী পিঠা, গোলাপ ফুল পিঠা, সুন্দরী পাকন, পাতা পিঠা সদস্যদের পাতে তুলে দেওয়া হয়। উৎসবের বাড়তি আয়োজন হিসেবে ঐতিহ্যবাহি বাউল ও লোক সঙ্গীতের পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী।


আরো পড়ুন: গফরগাঁওয়ে দিনব্যাপী শিতের পিঠা উৎসব


 মন্তব্য