kalerkantho


ঢাবির মনোবিজ্ঞান বিভাগ

নৈতিক স্খলনের অভিযোগে শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৪ জানুয়ারি, ২০১৮ ২২:৩৭নৈতিক স্খলনের অভিযোগে শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি

নৈতিক স্খলনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আকিব উল হককে বিভাগের সব ধরনের শিক্ষা কার্যক্রম হতে অনির্দিষ্টকালের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিভাগের অ্যাকাডেমিক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কলাভবনের শিক্ষকের ৩০৪৯ নম্বর কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে।

বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাসরীন ওয়াদুদ কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেন। 

জানা যায়, গত শনিবার মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আকিব উল হকের ৩০৪৯ নম্বর কক্ষ হতে তালা ভেঙ্গে বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক উম্মে কাউসার লতাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় আকিব উল হকের স্ত্রী তাহমিনা দুই শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মনোবিজ্ঞান বিভাগ কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে। একই অভিযোগে গত মঙ্গলবার এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ কর্তৃপক্ষ বিভাগ হতে উম্মে কাউসার লতাকে এক বছরের জন্য সকল একাডেমিক কার্যক্রম হতে অব্যাহতি দেয়। 

অধ্যাপক ড. নাসরীন ওয়াদুদ বলেন, সকালে বিভাগের একাডেমিক কমিটির বৈঠক ছিলো। সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী আকিবকে অনির্দিষ্টকালের জন্য বিভাগের সকল শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্য বরাবর সুপারিশ পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ বিষয়ে ব্যবস্থা নিবেন।

 মন্তব্য