kalerkantho


ইয়াবা ব্যবসার অর্থ লেনদেনে বিকাশ এজেন্ট : সিআইডি

কালের কণ্ঠ অনলাইন   

৪ জানুয়ারি, ২০১৮ ১৫:৫৭ইয়াবা ব্যবসার অর্থ লেনদেনে বিকাশ এজেন্ট : সিআইডি

ইয়াবা ব্যবসার অর্থ লেনদেনে বিকাশ এজেন্টের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিআইডির সংঘবদ্ধ অপরাধ বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) মোল্যা নজরুল ইসলাম।

এর আগে বুধবার রাতে ঢাকার শেওড়াপাড়া থেকে বিকাশ এজেন্ট স্বপন ও ইয়াবা ব্যবসায়ী আফজাল হোসেন ইমনের ছেলে সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তখন স্বপনের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, যার মধ্যে ১৭টি সচল সিম কার্ডসহ মোট ১৯টি সিম কার্ড জব্দ করা হয়েছে। এসব সিমে বিকাশ অ্যাকাউন্ট করা ছিল।

এ পর্যন্ত স্বপনের বিকাশ অ্যাকাউন্ট থেকে ইয়াবা বিক্রির প্রায় ১০ লক্ষাধিক  টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলেও জানান নজরুল ইসলাম।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নুরুল হক ওরফে ভুট্টো নামে একজন বড়মাপের ইয়াবা ব্যবসায়ী। তিনি টেকনাফ থেকে দীর্ঘদিন ধরে বাহকদের মাধ্যমে ইয়াবা ব্যবসায়ী আফজাল হোসেন ইমনের বেশ কিছু বড় চালান পাঠিয়েছেন।মন্তব্য