নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত ৯টার দিকে ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার ইব্রাহীম টেক্সটাইলের ওই কারখানায় এ ঘটনা ঘটে। আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
এ ব্যাপারে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মাসুদ রানা বলেন, আমাদের দুটি ইউনিট, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই রেজাউল জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের