kalerkantho


কারওয়ান বাজারের রেললাইন বস্তির আগুনে পুড়ল ১০০ ঘর

কালের কণ্ঠ অনলাইন   

১ জানুয়ারি, ২০১৮ ১৬:২৩কারওয়ান বাজারের রেললাইন বস্তির আগুনে পুড়ল ১০০ ঘর

ঢাকার কারওয়ান বাজারের রেললাইন বস্তিতে আগুন লেগে প্রায় ১০০ ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ সোমবার দুপুর ১২টার পর সেখানে আগুন লাগে। 

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার এক ঘণ্টা পর স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে কেউ হতাহত হননি।  

ওই বস্তির এক বাসিন্দা জানিয়েছেন, রান্নার সময় হঠাৎ আগুন দেখতে পান।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ চলছে। প্রাথমিকভাবে তিনি প্রায় ১০০ ঝুপড়ি ঘর পুড়ে যাওয়ার কথা জানান।মন্তব্য