kalerkantho


আশু‌লিয়ায় বা‌সের ধাক্কায় প্রাণ গেল দম্পতির

কালের কণ্ঠ অনলাইন   

৭ ডিসেম্বর, ২০১৭ ০০:৪৮আশু‌লিয়ায় বা‌সের ধাক্কায় প্রাণ গেল দম্পতির

প্রতীকী ছবি

যাত্রীবাহী বা‌সের ধাক্কায় আশু‌লিয়ার জামগড়া এলাকায় এক দম্প‌তি নিহত হ‌য়ে‌ছেন।

বুধবার রাত সা‌ড়ে ১০টার দি‌কে বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়‌কের জামগড়া চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘ‌টে।

জানা গেছে, রা‌তে কারখানা ছু‌টির পর দুজ‌নে রিকশায় করে বাসায় ফেরার পথে জামগড়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে যাত্রীবা‌হী একটি বাস তা‌দের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই সোলাইমানের মৃত্যু হয়। পরে হাসপাতালে স্ত্রী নুরজাহান‌ের মৃত্যু হয়।

পু‌লিশ মরদেহ দু‌টি উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ঢাকা মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌ল মর্গে পাঠা‌নোর প্রস্তুতি নিচ্ছে। মন্তব্য