রাজধানীর কদমতলী এলাকা থেকে বুধবার সন্ধ্যায় ইসলামী ছাত্রী সংগঠনের ২১ সদস্যকের গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে কদমতলী থানাধীন ধনিয়া এলাকার নূরপুরে পাঁচতলা একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে বৈঠক করছিল। তারা সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে বৈঠক করে। এ খবর পাওয়ার পর কদমতলী থানা পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বুধবার রাতে কদমতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজু মিয়া কালের কণ্ঠকে বলেন, তাদেরকে থানায় আনা হয়েছে। এখন নাম ধাম লেখা হচ্ছে।
পুলিশ জানায়, যে বাড়িটি থেকে তাদেরকে গ্রেপ্তার কর হায়েছে সেটির মালিক প্রয়াত জামায়াত নেতা মোয়াজ্জেম হোসেনের। গ্রেপ্তারকৃতদের বেশির ভাগেরই বয়স ২০-৩০ এর মধ্যে। এ ছাড়া দু’জন বয়স্ক মহিলাও রয়েছেন। তাদের দাবী, তারা এখানে বেড়াতে এসেছিলেন। তাদের বিষয়টি যাছাই বাচাই করে দেখছে পুলিশ।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের