kalerkantho


সবজির দাম কমলেও বেড়েছে পেঁয়াজ ডিমের দাম

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৭ ১২:২০সবজির দাম কমলেও বেড়েছে পেঁয়াজ ডিমের দাম

রাজধানীর বাজারগুলোতে কাঁচাসবজির দাম কিছুটা কমেছে। বাজার ভেদে পটল, ঝিঙা, করলা, ঢেড়স, ধুনদল, বেগুনসহ প্রায় সবকটি সবজির দাম আগের সপ্তাহের তুলনায় ৫ থেকে ১০ টাকা কমেছে। তবে দাম বেড়েছে ডিমের। হালিতে ডিমের দাম বেড়েছে ৪ টাকা। কাঁচাসবজির পাশাপাশি কিছুটা দাম কমেছে কাঁচামরিচের। তবে কাঁচামরিচ এখনও ১৪০ টাকা কেজি দরের নিচে মিলছে না। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। তবে বাজার ভেদে সবজির দামের পার্থক্য রয়েছে ৫ থেকে ১০ টাকার ওপরে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে সবজির সরবরাহ বেড়েছে। শীতকাল শুরু না হলেও শীতের কিছু সবজি ইতোমধ্যে বাজারে চলে এসেছে। সরবরাহ বাড়ার কারণে দাম কিছুটা কমেছে। সামনে আরও কমতে পারে। বিভিন্ন বাজারের দামের সঙ্গে তুলনা করে দেখা গেছে, রামপুরার তুলনায় শান্তিনগর বাজারে প্রতিটি পণ্যই বিক্রি হচ্ছে কমপক্ষে ১০ টাকা বেশি দামে।

সবজির দাম কমলেও বাড়ার তালিকায় নতুন করে স্থান করে নিয়েছে পেঁয়াজ ও ডিম। আগের সপ্তাহের তুলনায় কেজিতে ৫ টাকা বেড়ে প্রতিকেজি দেশি পেঁয়াজ রামপুরায় বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আর শান্তিনগর বাজারে বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি দরে। এদিকে গত সপ্তাহে বাজারে যে ডিমের দাম ছিল ২৪ টাকা হালি তা বেড়ে হয়েছে ২৮ টাকা।

 মন্তব্য