kalerkantho


যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ১২

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১০:৫৫যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ১২

রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগে বাসের সঙ্গে লেগুনার ধাক্কায় লেগুনার ১২ যাত্রী আহত হয়েছেন। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রায়েরবাগ ফারুক সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রবাড়ী থানার এসআই গোলাম মোস্তফা জানান, সকালে নারায়ণগঞ্জের মৌচাক থেকে ঢাকার যাত্রবাড়ীর দিকে আসা একটি লেগুনা ফারুক সিএনজি পাম্পের সামনে থেমে থাকা একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে চালকসহ ওই লেগুনার ১২ যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে হারুন (২২) ও হৃদয়ের (২০) অবস্থা গুরুতর। বাকিরা হলেন আব্দুল আজিজ, নাসির, হাবীব, মনু মিয়া, লাল মিয়া, রফিকুল, গিয়াস, রানা, খায়ের ও অজ্ঞাতপরিচয়ের এক যাত্রী। এসআই জানান, আহতদের মধ্যে সবাই বিভিন্ন শ্রমিক। কাজের জন্য তারা যাত্রাবাড়ী আসছিল। আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 মন্তব্য