kalerkantho

অভিযোগ পেয়ে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক   

২৫ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদান সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ পেয়ে রাজধানীর মিরপুরের বিআরটিএতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন নম্বর- ১০৬) এ বিষয়ে অভিযোগ এলে দুদকের একটি বিশেষ দল সেখানে গিয়ে দুজন আনসার সদস্য, একজন কম্পিউটার অপারেটর ও একজন অফিস সহকারীর অনিয়মে জড়িত থাকার প্রমাণ পায়। এদিকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) বৈদ্যুতিক মোটর কেনার অনিয়মের বিষয়ে  মতিঝিলে সংস্থাটির অফিসে অভিযান চালায় দুদক। একইভাবে সিলেট পাসপোর্ট অফিসে নানা অনিয়মের অভিযোগ পেয়ে দুদক অভিযান চালায় এবং তাত্ক্ষণিক পাসপোর্ট সেবাপ্রত্যাশীদের নানা সমস্যা সমাধানের উদ্যোগ নেয়।

 

মন্তব্য