kalerkantho

ড. কামাল বললেন

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় সড়ক দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক   

২৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যাদের (আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের) দায়িত্ব আছে, গাড়ি নিরাপদ না হলে সড়কে নামানো যাবে না, তাদের দায়িত্বে অবহেলা আছে। এ অবহেলার জন্য কারা দায়ী, সেটা চিহ্নিত করতে হবে। প্রতিবারই দুর্ঘটনার পর গণমাধ্যমে খবর আসে, এখন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যথাযথ ব্যবস্থা কোনো দিনই নেওয়া হয়নি। ফলে প্রতিবছর দুর্ঘটনা ও নিহতের সংখ্যা বাড়ছে। এটা ভয়াবহ আকার ধারণ করেছে।

গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে গণফোরামের উদ্যোগে সড়কে নৈরাজ্য বন্ধ ও নিরাপদ সড়কর দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল এ কথা বলেন। এ সময় তাঁর দলের পক্ষ থেকে ১৪ দফা সুপারিশ তুলে ধরা হয়।

ড. কামাল বলেন, রাজনৈতিক প্রভাবের জন্য শুধু দুর্নীতির প্রসার পায় না, আইন মানার ক্ষেত্রে দায়িত্ববোধ থাকার কথা, সেটাও থাকে না। ফলে আইনের শাসনও থাকে না। পরিবহনের ক্ষেত্রেও এটা সত্য। মূলত এটা সুশাসনের ঘাটতি।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করতে গিয়ে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য আমসা আমিন দলের পক্ষে ১৪ দফা দাবি তুলে ধরেন।

 

মন্তব্য