kalerkantho

ওবায়দুল কাদেরকে দেখতে সিঙ্গাপুরে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

২৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে গত শুক্রবার বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খোঁজ নেন।

সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক এবং নিওরোলজিস্ট অধ্যাপক আবু নাসার রিজভী শুক্রবার বিকেলে মেডিক্যাল বোর্ডকে উদ্ধৃত করে পরিবারের সদস্যসহ অন্যদের এসব তথ্য জানান।

হাসপাতালের লবিতে ওই সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছাড়াও উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান, মন্ত্রী কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মীর্জা প্রমুখ।

 

মন্তব্য