kalerkantho


ফোনে ডেকে নিয়ে প্রবাসীকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৫ মার্চ, ২০১৯ ০০:০০গাজীপুরের কালীগঞ্জে ফোনে ডেকে নিয়ে এক প্রবাসী যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত জুলহাস সরকার (৩০) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি গ্রামের বোরহান সরকারের ছেলে। দুই সন্তানের জনক জুলহাস দুবাইপ্রবাসী ছিলেন।

নিহতের চাচা চাঁন মিয়া বলেন, ‘জুলহাস সাত-আট বছর আগে দুবাই যায়। দুই-তিন বছর পর পর দেশে আসত। গত ১২ মার্চ সে দেশে আসে। বুধবার রাত ৯টার দিকে কাজল সরকার নামের স্থানীয় এক লোক তাকে ফোনে ডেকে নেয়। অনেক রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে।’ রাত ১২টার দিকে বাড়ির ধারে বেলাই বিলের পাশে জুলহাসের অচেতন দেহ পড়ে থাকতে দেখে স্বজনরা। দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়া বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’মন্তব্য